উজিরপুরে শিশু যৌন অনাচার ॥ ইমাম গ্রেফতার - The Barisal

উজিরপুরে শিশু যৌন অনাচার ॥ ইমাম গ্রেফতার

  • আপডেট টাইম : নভেম্বর ২২ ২০২০, ০৫:৪৪
  • 728 বার পঠিত
উজিরপুরে শিশু যৌন অনাচার ॥  ইমাম গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর
বরিশালের উজিরপুরে শিশুকে যৌন অনাচার করার অপরাধে আবুল হাসান হাওলাদার নামের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশু পুত্রের মা পপি বেগম বাদী হয়ে ইমাম আবুল হাসান হাওলাদারকে আসামী করে ২২ নভেম্বর রবিবার সকালে উজিরপুর মডেল থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনের ৯’র (১) ধারায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই ওসি জিয়াউল আহসানের নির্দেশনায় থানার উপ-পরিদর্শক রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বান্না গ্রাম থেকে ইমাম আবুল হাসান হাওলাদারকে (৩১) গ্রেফতার করে।পরে তাকে বরিশালে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলাসূত্রে জানা গেছে উজিরপুর উপজেলার দক্ষিণ বান্না জামে মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদারের কাছে ওই এলাকার কামাল সিকদারের ছেলে আলাল সিকদারসহ বেশ কয়েকজন শিশু মক্তবে আরবী পড়তে যায়। প্রতিদিনের মতো ২১ নভেম্বর ভোর সাড়ে ৫টায় আলাল সিকদার মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদারের কাছে আরবী পড়তে বক্তবে যায়। প্রতিদিন সকাল ৭টায় ছুঁটি হলেও সে সাড়ে ৭টায়ও বাসায় ফিরে না আসায় তাকে খুঁজতে বের হওয়ার করার এক পর্যায়ে সে বিমর্ষ অবস্থায় বাড়ি ফিরে আসে। তাকে সকালের নাস্তা খেতে বললেও না খেয়ে সে মনমরা অবস্থায় বসে থাকে এবং বার বার থুথু ফেলে ও বমির চেষ্টা করে। পরে সে জানায় ইমাম তার সাথে অনৈতিক তাজ করেছে। ন্যক্কারজনক এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সঞ্চার হওয়ার পাশাপাশি এলাকায় নিন্দার ঝড় বইছে। এলাকাবাসী লম্পট এ ইমামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। এ প্রসঙ্গে উজিরপুর মডেল তানার ওসি জিয়াউল আহসান বলেন ঘটনাটি অত্যন্ত ঘৃনিত ও লজ্জাজনক। এ ব্যপারে মামলা নিয়ে আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট