পটুয়াখালীতে এসি ল্যান্ড সদরসহ পাঁচ কর্মকর্তাকে নোটিশ জারি - The Barisal

পটুয়াখালীতে এসি ল্যান্ড সদরসহ পাঁচ কর্মকর্তাকে নোটিশ জারি

  • আপডেট টাইম : নভেম্বর ২২ ২০২০, ০৫:৫৫
  • 951 বার পঠিত
পটুয়াখালীতে এসি ল্যান্ড সদরসহ পাঁচ কর্মকর্তাকে নোটিশ জারি
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মোকদ্দমার (মোকদ্দমা নং-২১৫) আদেশে পটুয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)সহ পাঁচ কর্মকতাকে নোটিশ জারি করেছেন বিজ্ঞ বিচারক বৈজয়ন্ত বিশ^াস।
উক্ত আদেশ ও মোহাম্মদ গঞ্জর আলী মাদবর ও রুস্তুম আলী মাদবর এবং মোসাঃ হাসেন ভানু কর্তৃক দায়েরকৃত মোকদ্দমা সূত্রে জানাগেছে, জেলা সাবেক বাকেরগঞ্জ হালে পটুয়াখালী স্টেশন সাব রেজিস্ট্রার অফিস পটুয়াখালী মৌজা পশ্চিম হেতালিয়া জে.এল.নং-৫১ অধীন এস.এ ১২৩ নং খতিয়ানেরর ৩৭১ নং দাগের লপ্তে ১.১০ একর ভূমি বাদী পক্ষের যার চৌহদ্দি পূর্বে আশরাফিযা মাদ্রাসা, পশ্চিমে শহীদ গাজীগং, দক্ষিনে বাদীগনের নিজ ভূমি এবং উত্তরে নদী ভূমির পরিমান ১.১০ একর। এ ভূমির কিছু অংশের ভূমিতে ঘর বাড়ি তৈরী করে পুকুর খণন পূর্বক পুকুরে বিভিন্ন প্রজাতির মৎস্য চাষ করে কতক অংশে ফলজ ও বনজ বৃক্ষাদি রোপন করে নাল জমি নিজহালে লঙ্গলে চাষাবাদ পূর্বক পূর্বক উপস্বত্বাদি গ্রহনে ভোগবান মালিক দখলকার বিদ্যমান আছে। ইদানিং এলাকার কতিপয় কু-চক্রীমহল বিবাদীগনের সাথে অবৈধ যোগাযোগের মাধ্যমে বাদীগনের স্বত্ব দখলীয় ভূমি নিজেদের নামে একসা লীজ এবং বন্দোবস্ত নেয়ার পায়তারায় লিপ্ত আছে। বাদীগণ তাদের পূর্ববর্তীর আমল হতে সুদীর্ঘকাল যাবত তর্কিত জমি ভোগ দখলে থাকায় তর্কিত জমি বাদীপক্ষের লিগ্যাল রাইট জন্মাইয়াছে। তর্কিত জমি একসনা লীজ বা বন্দোবস্ত দেয়ার কোন অধিকার বিবাদী পক্ষের নাই কিংবা বাদীপক্ষের শান্তিপুর্ন ভোগ দখলে বাধাবিঘœ সৃষ্টি করার কোন অধিকার বিবাদীগনের নাই। ইদানিংকালে মামলার বিবাদী সহকারী কমিশনার (ভূমি), ডেপুটি কমিশনার, এডিসি(রাজস্ব), সদর ইউএনও এর অধীনস্থ ৮নং মাদারবুনিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাদীপক্ষের ভোগদখলীয় ভূমি সরকারী ভূমি হিসেবে দেখায়ে অন্যজনকে একসনা লীজ দেয়ার হুমকি দিচ্ছে। এ অবস্থায় দীর্ঘদিনের ভোগ দখলীয় ভূমি নিরাপদে স্বত্ব দখলীয় ভূমিতে বসবাস করতে পারে তার জন্য গঞ্জর আলীগং চলতি বছরের ১৭ অঅগস্ট উক্ত আদালতে মোকদ্দমা আনায়ন করেন এবং অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত নিশ্চিতের প্রার্থনা করেন। বিজ্ঞ বিচারক ১৯.১১.২০ইং তারিখ বাদী পক্ষের প্রার্থনা মতে, কেন সহকারী কমিশনার (ভূমি)পটুয়াখালী, ডেপুটি কমিশনার পটুয়াখালী, এডিসি(রাজস্ব)পটুয়াখালী, পটুয়াখালী সদর ইউএনও এবং ৮নং মাদারবুনিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হইবে না, সেই মর্মে নোটিশ প্রাপ্তির ২১ দিনের মধ্যে তাদেরকে কারন দর্শানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক বৈজয়ন্ত বিশ^াস। এ নোটিশ বিষয় সহকারী কমিশনার (ভূমি)পটুয়াখালী সদর জানান, শুক্র ও শনিবার সরকারী বন্ধ ছিল, আজ রবিবার সাড়াদিন মিটিং ছিল ডাক ফাইল দেখলে বিষয়টি জানতে পারবো।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট