জাতীয়করণ ঘোষণার পরপরই অধ‌্যক্ষের বিরু‌দ্ধে নি‌য়োগ বা‌নি‌জ্যের অ‌ভি‌যোগ - The Barisal

দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়

জাতীয়করণ ঘোষণার পরপরই অধ‌্যক্ষের বিরু‌দ্ধে নি‌য়োগ বা‌নি‌জ্যের অ‌ভি‌যোগ

  • আপডেট টাইম : নভেম্বর ২৩ ২০২০, ০৪:৫৯
  • 752 বার পঠিত
জাতীয়করণ ঘোষণার  পরপরই অধ‌্যক্ষের বিরু‌দ্ধে নি‌য়োগ বা‌নি‌জ্যের অ‌ভি‌যোগ
সংবাদটি শেয়ার করুন....

বিশেষ প্রতিনিধি,
মেহেন্দীগঞ্জ উপজেলার দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ার হোসেনে বাবুলের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। সরকারি হওয়ার পরে কলেজটির জন্মলগ্নে নিয়োগকৃতদের বাদ দিয়ে নতুনদের নিয়োগ দেওয়া হচ্ছে। টাকা দিয়ে প্রায় ৫ বছর বিনা বেতনে চাকরি করার পরে শিক্ষকদের বাদ দেওয়ায় বিষয়টি অমানবিক মন্তব্য করেছেন এলাকাবাসি। এ অবস্থায় প্রকৃত নিয়োগকৃতদের বিনা ঘুষে চাকরি প্রদানের দাবি করা হয়।

কলেজটি জাতীয়করণের ঘোষণার সাথে সাথেই মানবেতর জীবন যাপন করা শিক্ষকদের মুখে হাসি ফুটে ওঠে। আবার মুহুর্তেই সে হাসি ¤øান হয়ে যায়। ২০১৮ সালের শিক্ষক নিয়োগ নীতিমালা উপেক্ষা করে আগের নিয়োগ পাওয়া কয়েকজন শিক্ষককে বাদ দিয়ে টাকার বিনিময়ে নতুন শিক্ষক নিয়োগ দিয়েছে অধ্যক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কয়েকজন কর্মরত প্রভাষক অভিযোগ করে বলেন, কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন জাতীয়করণের আগে কলেজটিতে ১৭ জন প্রভাষক নিয়োগ দিয়েছিলেন। এ সময় নিয়োগ দেয়া শিক্ষকদের কাছ থেকে ১০ লাখ করে টাকা নিয়েছেন। নিয়োগ পাওয়ার পর থেকে দীর্ঘদিন বিনা বেতনে শিক্ষকরা পাঠদান করে আসছিলেন। জাতীয়করণের অনুমোদন ঘোষণার পর থেকেই নতুন করে আবারও নিয়োগ বাণিজ্যে মেতে উঠে অধ্যক্ষ। দীর্ঘদিন বিনা বেতনে পাঠদান করা প্রভাষকদের অনেককে বাদ দিয়ে নতুন করে আবারও ১৫-২০ লাখ টাকার বিনিময়ে প্রভাষক নিয়োগ দিচ্ছেন।

তিনি আরো জানান, ২০১৫ সালের দিকে ১৭ জন শিক্ষক নিয়োগ দিয়ে কাগজপত্র তৈরি করলেও বর্তমানে সরকারি নিয়ম ভঙ্গ করে অবৈধভাবে আরো সাত জনসহ মোট ২৪ জন প্রভাষককে নিয়োগ দেখায়। এছাড়াও আগের নিয়োগ পাওয়া কয়েকজন প্রভাষকদের কাজপত্র পাল্টে মোটা অর্থের বিনিময়ে সরকারি চাকুরী করা অনেককে নিয়োগ দিয়েছেন। এ ঘটনার প্রতিবাদ করলে ভুক্তভোগী প্রভাষকদের প্রাণনাশের হুমকী দিয়ে আসছে।

জানা গেছে, ২০১৪ সালে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার সংসাবাদ এলাকায় দেশরতœ শেখ হাসিনা মহাবিদ্যালয়টি স্থাপিত হয়। এরপর ২০১৫ সালের ২০ মে বিভিন্ন পদে একটি জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়। পরে ওই বছর ১৭ অক্টোবর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিতদের নিয়োগদানের সুপারিশ করেন নিয়োগ নির্বাচনী বোর্ড।

এব্যাপারে অভিযুক্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন বাবুল অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি বিধি মেনেই প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও প্রভাষকের কাছ থেকে মোটা অংকের অর্থের বিষয়টি এড়িয়ে যান।

উল্লেখ, চলতি ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট অনুমোদিত যে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়টিও রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট