বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। সবাইকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীর ভাসানচরে বামনেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নুরুজ্জামান দেওয়ান, নেছার দেওয়ান, আবু মনসুর এবং শাহিন হাওলাদার। এদের সবাইকে বেলা ১১টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত নুরুজ্জামান জানান, আমাদের জমির পাকা ধান খেতে আসে একই এলাকার সেরাজ হাওলাদারের গরুতে। ধান বাঁচাতে গরু তাড়িয়ে দেই। বিষয়টা গরুর মালিক সেরাজ হাওলাদার আর তার লোকজন ভালোভাবে নিতে পারেনি। এজন্য তর্কের সময় দা নিয়া হামলা চালায়। এতে আমরা চারজন মারাত্মক আহত হয়েছি।
এ ব্যাপারে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি বলে জানান কাজিরহাট থানার ওসি সাজ্জাদ হোসেন।