বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ টানা ৬ মাস পর অধ্যক্ষ পেলো বরিশালের ঐতিহ্যবাহি সরকারি ব্রজমোহন কলেজ। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ থেকে বিএম কলেজের অধ্যক্ষ পদে পদায়ন হয় মু. জিয়াউল হকের। বৃহস্পতিবার সকালে মু. জিয়াউল হক বিএম কলেজের অধ্যক্ষ’র দায়িত্ব গ্রহণ করেন। এসময় তাকে কলেজ শিক্ষক পরিষদের নেতারা এবং অন্যান্য শিক্ষকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে মঙ্গলবার শিক্ষা মন্ত্রনালয়ের এক আদেশে মু. জিয়াউল হককে ব্রজমোহন কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়। এর আগে তিনি ঢাকা ও বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন। প্রসঙ্গত, ৬ মাস পর অধ্যক্ষ পেয়েছে সরকারি ব্রজমোহন কলেজ। অধ্যাপক মু. জিয়াউল হক এই কলেজের ৬৬তম অধ্যক্ষ। এর আগে টানা ২৯ মাস অর্থাৎ চলতি বছরের মে মাস পর্যন্ত কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন শফিকুর রহমান সিকদার। ২৯ মে তিনি ৬৫ তম অধ্যক্ষ হিসেবে বিএম কলেজ থেকে তিনি অবসর গ্রহণ করেন।##