বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালীর দুমকিতে বিদেশি মদসহ সাগর দে (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার লেবুখালী ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সাগর দে পটুয়াখালী সদর থানার ঠেউখালী এলাকার নারায়ণ দের ছেলে।
জানা গেছে, রাত ৮টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাগরকে আটক করে। পর তার সঙ্গে থাকা ব্যাগ থেকে চার বোতল মদ জব্দ করা হয়। এর মধ্যে তিন বোতল দেশি ও এক বোতল বিদেশি মদ।
দুমকি থানার এসআই সঞ্জীব কুমার সরকার জানান, মোটরসাইকেলে বিয়ে অনুষ্ঠানে মদগুলো পটুয়াখালী যাচ্ছে- সংবাদ পেয়ে লেবুখালী এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে মোটরসাইকেলসহ সাগরকে আটক করা হয়।
দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান যুগান্তরকে বলেন, সাগরের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।