বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৭ নভেম্বর।। পটুয়াখালীর কলাপাড়ায় দুই নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর হিসেবে দোয়া চেয়ে প্রচারনা শুরু করেছেন সাংবাদিক মো.ফরিদ উদ্দিন বিপু। বৃহস্পতিবার শেষ বিকালে পৌর শহরের দুই নং ওয়ার্ডে তিনি দোয়া চেয়ে লিফলেট বিতরন করেন। এসময় তার সমর্থকরা উপস্থিত ছিলেন। তিনি কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক, পৌর ব্যবসায়ি সমিতির অর্থ সম্পাদক ও উন্নয়ন সংস্থা পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর চেয়ারম্যান। এছাড়া খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম শাহজাহান মাষ্টার এর দ্বিতীয় পুত্র।
লিফলেট বিতরন শেষে মো.ফরিদ উদ্দিন বিপু বলেন, মহামারি করোনায় যখন ব্যবসায়ি সহ সাধারন পেশার মানুষ ঘর মুখি ছিল। তখন আমি তাদের পাশে দাঁড়িয়েছি। এ সময় নিজ অর্থে যতটুকু পেরেছি সহযোগীতা করেছি। এছাড়া অর্থনৈতিক জোন খ্যাত কলাপাড়া পৌর শহরের দুই নং ওয়ার্ডে সু-শিক্ষিত সমাজের বসবাস। তাই তিনি মাদকমুক্ত, বল্যবিবাহ রোধ ও নারী নির্যাতন প্রতিরোধ, পরিকল্পিত যুব শক্তির ব্যবহার, নিরবিচ্ছিন্ন নগরিক সেবা,পরিচ্ছন্ন ও টেকসই উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন।