পটুয়াখালীর ডাবলুগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার আর নেই - The Barisal

পটুয়াখালীর ডাবলুগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার আর নেই

  • আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০২০, ০৬:৩৬
  • 826 বার পঠিত
পটুয়াখালীর ডাবলুগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার আর নেই
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১১নং ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম সিকদার শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬. ১০ মিনিট সময় ঢাকা স্কয়ার হসপিটালে চিকিৎসারত অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ স্ত্রী, ৫ ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
প্রকাশ, কলাপাড়া উপজেলার ১১নং ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম সিকদার জমিজমা বিরোধের জেরধরে কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংরক্ষিত ইউপি মেম্বর মোসাঃ শাহানারা বেগমকে দুশ্চরিত্র বলে আখ্যায়িত করে। এতে সংরক্ষিত নারী সদস্য মোসাঃ শাহানারা বেগম ৮এপ্রিল ২০১৯ইং তারিখ চেয়ারম্যান আবদুস সালাম সিকদারের বিরুদ্ধে বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৫০ লক্ষ টাকা মানহানির অভিযোগসহ ন্যায় বিচার চেয়ে মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত বাদীর প্রদত্ত জবানবন্দিতে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ বিচারক মামলার অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন। এরপর বিচার বিভাগীয় তদন্তে মামলার বর্নিত অভিযোগ প্রমানিত হওয়ায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাম সিকদার’র বিরুদ্ধে সমন জারী করেন আদালত। পরবর্তীতে আদালতের অনুকম্পায় চেয়ারম্যান জামিন পেলেও তার বিরুদ্ধে দঃবিঃ ৫০০ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। মামলায় স্থানীয় তিন জন সাংবাদিকসহ মোট ৫জনের স্বাক্ষ্য গ্রহন শেষে ৫ নভেম্বর ২০২০ইং তারিখ বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক শোভন শাহরিয়ার’ ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক বছর দুই মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এ সময় আসামী ১১নং ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম সিকদার পলাতক ছিলেন।
উক্ত রায়ের পর ১৫ নভেম্বর রবিবার দুপুরে আসামী ইউপি চেয়ারম্যান আবদুস সালাম সিকদার স্বেচ্ছায় পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরন করেন।
সাজাপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সালাম সিকদার চিকিৎসার জন্য ১৭ নভেম্বর জামিনে মুক্ত হয়ে ২৫ নভেম্বর ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন বলে স্বজনদের সূত্রে জানাগেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট