বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মেহেন্দিগঞ্জের দুই ইউপি নির্বাচন স্থগিত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। রোববার নির্বাচন কমিশন নির্বাহী আদেশে নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে। আগামী ১০ ডিসেম্বর এ দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত তারিখ ছিল।
নির্বাচন কমিশনের উপ সচিব (নির্বাচন পরিচালনা- ২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, উলানিয়া ইউনিয়ন বিভক্ত করে উত্তর ও দক্ষিণ উলানিয়া নামক দুটি পৃথক ইউনিয়ন গঠন করা নিয়ে উচ্চদালতে একটি রীট চলমান রয়েছে। ওই রীট নিস্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুস কান্তি দে রাত পৌনে ৮টায় জানান, ‘আধাঘন্টা আগে নির্বাচন কমিশন থেকে নির্বাচন বন্ধের চিঠি পেয়েছি। প্রধান নির্বাচন কমিশনার তার নির্বাহী আদেশে নির্বাচন স্থগিত করেছেন’।##