বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে মুদি দোকানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত্র ৮ঘটিকার সময় জায়গা জমি পূর্ব শত্রুতার জের ধরে ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের মৃত্যু চাঁন মিয়ার ছেলে মোঃ আমির প্যাদার উপরে স্থানীয় একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী নুরু প্যাদার ছেলে আকতার প্যাদার নেতৃত্বে আলোমগীর প্যাদা, আকতার প্যাদার স্ত্রী মোসাঃ ফাতেমা আক্তারসহ আরো অনেকে চাঁদার টাকার দাবীতে আমির প্যাদা ও মিজানুর রহমান মিঠুর উপর হামলা করে দুই পা ভেঙ্গে দেয় এবং মুদি দোকানে হামলা ও লুটপাট ও ভাংচুর করে দোকানে থাক প্রায় ১লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারী পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয়ারা অভিযোগ করে বলেন, আকতার ডাকুয়া ইউনিয়নে একজন মাদক কারবাড়ি এবং চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে কেউ কিছু বল্লে তার উপর হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হয়। তার অত্যাচারে এলাকার সাধারন লোকজন অতিষ্ট। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।