বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৮ ডিসেম্বর।। পটুয়াখালীর কলাপাড়ায় র্যাবের অভিযানে মো.রাহাত খান (২৫) নামে এক ইয়াবা ব্যবসায়ী আটক হয়েছে । সোমবার রাত ৮ টার দিকে ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় পটুয়াখালী র্যাব-৮ এর ডিএডি মো.তোফাজ্জেল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। রাহাত খান ইয়াবা সাপ্লাই’র পাশাপাশি সেবন করে আসছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।