পটুয়াখালী মুক্ত দিবস উপলক্ষে পতাকা উত্তোলন ও পতাকা মিছিল অনুষ্ঠিত - The Barisal

পটুয়াখালী মুক্ত দিবস উপলক্ষে পতাকা উত্তোলন ও পতাকা মিছিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০২০, ০৬:০৫
  • 1124 বার পঠিত
পটুয়াখালী মুক্ত দিবস উপলক্ষে পতাকা উত্তোলন ও পতাকা মিছিল অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধিঃ : “শান্তি ও সম্প্রীতির পথে আমরা” শ্লোগান নিয়ে পটুয়াখালী হানাদার মুক্ত দিবস উপলক্ষে “পতাকা উত্তোলন ও পতাকা মিছিল” কর্মসূচি পালন করেছে পটুয়াখালী ইয়ুথ ফোরাম।
আজ ০৮ডিসেম্বর’৭১, সকাল সাড়ে ১০টা। মিত্রবাহিনী পটুয়াখালীতে বিমান আক্রমন চালিয়ে লাউকাঠী খাদ্য গুদাম ঘাটে পাকিস্তানী পতাকাবাহী খাদ্য বোঝাই একটি কার্গো শেল নিক্ষেপে ডুবিয়ে দেয়। পাক-হানাদারদের সহযোগি রাজাকার-আলবদররা অস্ত্র ফেলে পালাতে শুরু করে। মুক্তিযোদ্ধারা পটুয়াখালীতে বিনা বাঁধায় প্রবেশ করে এবং স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে পটুয়াখালীর নিয়ন্ত্রণভার গ্রহণ করে।
দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে পটুয়াখালী ইয়ুথ ফোরাম বিগত বছরের ন্যায় “পতাকা উত্তোলন ও পতাকা মিছিল” কর্মসূচি পালন করে। ০৮ ডিসেম্বর মঙ্গলবার, সকালে পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশুপার্কে জাতীয় সংঙ্গীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী “মুজিববর্ষ” পতাকা উত্তোলন করেন অতিথি বৃন্দ। এরপর স্বাধীনতার ৫০তম বর্ষে পদার্পণ উপলক্ষে ৫০টি জাতীয় পতাকা নিয়ে “পতাকা মিছিল” বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
কর্মসূচিতে পটুয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও পটুয়াখালী ইয়ুথ ফোরামের সম্মানিত উপদেষ্টা প্রফেসর একেএম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর কৃতি সন্তান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সমাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর এস.এম. আনোয়ারা বেগম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সরদার আব্দুর রশীদ, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, বীর মুক্তিযোদ্ধা মানস দত্ত, সাবেক সহকারী পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা একে ইয়াকুব আলী, দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদল, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, সমাজ সেবক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, শুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহফুজা ইসলাম, শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি, পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি মোঃ জহিরুল ইসলাম, নির্বাহী পরিচালক হাসিবুর রহমানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া সকাল ৯টায় জাতীয় সংসদ সদস্য জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন এর নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন মহিলা আওয়ামীলীগের সদস্যরা।
পটুয়াখালী মুক্ত দিবস পালন উপলক্ষে সুন্দরম সাংস্কৃতিক চর্চা কেন্দ্র সন্ধ্যায় সুন্দরম কার্যালয় থেকে আলোর মিছিল বের করে বঙ্গবন্ধুর ম্যূরালে গিয়ে শেষ করার কর্মসূচী হাতে নিয়েছে। খেলাঘর, দখিনা খেলাঘর আসর শহীদ স্মৃতিপাঠাগার চত্বরে বিকালে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা, সঙ্গীত ও কবিতা আবৃত্তির আঢোজন করে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট