বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গির এর মাতা রাবেয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……..রাজেউন)। শুক্রবার সকাল সাড়ে ৮টায় শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৬ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাবেয়া বেগম করোনা আক্রান্ত ছিলেন।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন বলেন, আ’লীগ সভাপতির মাতার অনেক বয়স হয়েছিল। পরশু দিন তিনি ভর্তি হলে করোনা পজেটিভ ধরা পরে। তারা সর্বোচ্চ চেস্টা করেছেন।
অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গির বলেন, বার্ধক্যজনিত কারনে তিনি আগে থেকেই অসুস্থ্য ছিলেন। পরে করোনা ধরা পরে। তিনি সকালে শেবাচিম হাসপাতালে ইন্তেকাল করেন। বাদ আসর আমানতগঞ্জ ঈদ গাহ ময়দানে জানাজা শেষে নগরীর মুসলিম গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
এদিকে নগর আ’লীগ সভাপতির মাতার ইন্তেকালে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।