বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারা দেশের ন্যায় বরিশালেও বেসরকারী শিক্ষা প্রত্ঠিান ৩য় শ্রেণী কর্মচারীদের ৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সআরকলিপি পেশ এবং মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বরিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে স্মরক লিপি পেশ করেন সংগঠনের জেলা ও মহানগর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি জিয়া শাহীন, জেলা সভাপতি গাজি আআদুস সালাম, সম্পাদক ফিরোজ আহমেদ, মহানগর সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক আবু হানিফসহ নতৃবৃন্দ। এরপর অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। একইভাবে পটুয়াখালী, বরগুনা, ভোলা, চরফ্যাসন, লালমোহন, আমতলী, পাথরঘাটা, বাউফল, গলাচিপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী
পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদের ৫দফা দাবিতে আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্বারক লিপি পেশ করেছেন জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদ জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি চলাকালিন বক্তব্য রাখেন জেলা শাখার আহবায়ক মোঃ ইউনুচ (কাজল),যুগ্ম সম্পাদক সঞ্জয় কুমার তালুকদার,মোঃ শহিদুল ইসলাম,জাকির হোসেন , মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
আমতলী
শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, ১১ তম গ্রেডে বেতন প্রদান, পদোন্নতি ও পদের নাম পরিবর্তনসহ পাঁচ দফা দাবীতে বরগুনার আমতলী উপজেলা বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেনীর কর্মচারী পরিষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্বারকলিপি দিয়েছেন। মঙ্গলবার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের মাধ্যমে এ স্বারকলিপি প্রদান করা হয়।