বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশাল বাবুগঞ্জের সিমান্তবর্তী সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের কলস গ্রামে রাতের আধাঁরে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসতঘরসহ গবাদিপশু পুড়ে ছাইয়ে পরিনত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন আগুনে পুড়ে ভূস্মিভূত ঘরের মালিক মৃত আব্দুল ওহাব এর ছেলে মোঃ শাহাব উদ্দিন । ঘটনাস্থল পরিদর্শন করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। অগ্নিকান্ডের ঘটনা শুনে রাতেই কাশিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার স্টেশন ইনচার্জ রেদোয়ান বলেন অগ্নিকান্ডে প্রায় ৩লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ১টি গরু ও ১০টির মত মুরগী পুড়ে মারা গেছে। ভুক্তভোগী পরিবার জানায়, রাতে বাহির থেকে দরজা বন্ধ করে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। কোন রকম ঘরের সবাই প্রানে বেঁচে গেলেও টাকা-পয়সা,প্রয়জনীয় কাগজপত্র কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তারা।