বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৩জানুয়ারি।। এক সময়ের সাগর পাড়ের অবহেলিত জনপদ পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের অজোপাড়া গায়ে ছিল ঝোপ জঙ্গল। শেয়ালের ডাক শুনে ঘুম ভাঙ্গত ওই এলাকার মানুষের। আজ সেই এলাকার প্রতিটি বাড়ি বাড়ি পৌছে গেছে বিদ্যুৎ। ঘরে বসেই টিভির খবর কিংবা বিনোদন দেখে তারা। এখন সর্বপরি চালু হয়েছে ইন্টারনেট সার্ভিস।
শনিবার শেষ বিকালে উপজেলার বাবলাতলা বাজারে মাসুদ নেট জোন ইন্টারনেট সংযোগ সেবা অনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমপি’র সহধর্মীনি কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বাায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস দালাল, সমাজ সেবক মোস্তফা হাওলাদার, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সালমা কবির, মাসুদ নেট জোন সত্ত্বাধিকারী হাবিবুর রহমান মাসুদসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।
মাসুদ নেট জোন সত্ত্বাধিকারী হাবিবুর রহমান মাসুদ বলেন, এই প্রথমবারের মতো অজো পাড়া গায়ে ইন্টারনেট সেবা চালু করেছি। ৪ দিন এলাকার মানুষ ফ্রি ইন্টারনেট ব্যবহার করেত পারবে।
পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি বলেন, এ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ব্যাপক কাজ করেছে। তারই ফল আজ ধুলাসার ইউনিয়নের অজো পাড়া গায়ে। এ ইউনিয়নের সকল মানুষ ইন্টারনেট সুবিধা পাবে।