বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করিমকে (৩০) গোয়েন্দা পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ এনে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার নিহতের বাবা ইউনুচ মুন্সি এই মামলা দায়ের করলে বেলা আড়াইটায় মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতের বিচারক মামলাটি আমলে নেন। মামলায় নগর গোয়েন্দা পুলিশের এস আই মহিউদ্দিন মাহিকে প্রধান এবং তার সঙ্গীয় দুই কনস্টবলকে আসামী করা হয়েছে। মঙ্গলবার বিকালে বরিশালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনিছুর রহমান ২৩ ফেব্রুয়ারির মধ্যে পিবিআই’র একজন পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। । অপরদিকে পুলিশের গঠন করা তদন্ত টিম সদস্যরা রেজাউল করিমের বাসায় গিয়েছেন তদন্ত করার জন্য। গত দুই জানুয়ারী শনিবার দিবাগত মধ্যরাতে রেজাউল ইসলামের অতিরিক্ত রক্তক্ষরণে শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই মৃত্যু পুলিশের নির্যাতনে বলে স্বজন ও এলাকাবাসী দাবী করেন। পুলিশের পক্ষ থেকে অপমৃত্যু মামলা করা হলেও রেজাউলের বাবা ছেলে হত্যার বিচার পাওয়ার জন্য আদালতে মামলা করেছেন। মামলার আইনজীবী এ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, এটি একটি চাঞ্চল্যকর মামলা। পুলিশের নির্যাতন ও হেফাজতে রেজাউলের মৃত্যু হয়েছে। তারা দন্ডবিধির ৩০২/ ৩৪ ধারায় মামলা করেছেন। আদালতের কাছে ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা করেন তিনি। এদিকে তদন্ত কমিটির প্রধান উপ পুলিশ কমিশনার মো. মোক্তার হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রতিবেদন প্রকাশ করা হবে। সন্তান হারিয়ে রেজাউল করিমের মা-বাবা ইউনুচ মুন্সি ও জেসমিন বেগম ছেলে হত্যার সঠিক বিচার দাবী করেছেন। গত ২৯ ডিসেম্বর নগরীর সাগরদী এলাকা নিজ বাসার সামনে থেকে গোয়েন্দা পুলিশের একটি দল রেজাউলকে আটক করে নিয়ে যায়। এরপর চার দিন পর তার মৃত্যু হয়। এদিকে বরিশালে ডিবি পুলিশের নির্যাতনে যুবক নিহতের ঘটনায় বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরির্দশক আলোচিত এসআই মহিউদ্দীন মাহীকে ক্লোসড করে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।