বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। বুধবার বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে নব-নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পন শেষে দোয়া-মোনাজাতে অংশ নেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন নেতৃবৃন্দ। এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, সহ সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, গাজী নঈমুল হোসেন লিটু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরের ৮ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে একেএম জাহাঙ্গীরকে সভাপতি এবং সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে সাধারন সম্পাদক নির্বাচিত করার প্রায় ১৩ মাস পর চলতি বছরের গত পহেলা জানুয়ারী বরিশাল মহানগর আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে সাধারন সম্পাদক ওবায়দুল কাদের অনুমোদন দেন।##