বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালের মুলাদীর রামারপুল গ্রামে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে ত্রিশোর্ধ্ব এক যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে শরিফুল ইসলাম হাওলাদার ওরফে মোরসালিন নামের ওই যুবককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদ- দেওয়া হয়। আজ বুধবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দ-প্রাপ্ত মোরসালিন একই গ্রামের মৃত মালেক হাওলাদারের ছেলে। আদালত সূত্রে জানা গেছে- ২০১৬ সালের ২৬ এপ্রিল ভুক্তভোগী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় পর দিন ২৭ এপ্রিল তার মা বাদী হয়ে মোরসালিনকে আসামি করে থানায় মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম একই বছরের ১০ জুলাই মোরসালিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত উপরোক্ত রায় দেন।বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) মো. আজিবর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন।’