বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় জেলা ও মহানগর বিএনপি পৃথক এই সমাবেশ করে। বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয় চত্বরে মহানগর বিএনপির সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার ও সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় সরোয়ার বলেন, গণতন্ত্রকে বাদ দিয়ে শুধু উন্নয়নের কথা বলা হচ্ছে। আমরা গণতন্ত্রের অধিকার চাই, ভোট প্রদানের অধিকার চাই। এজন্য ১৯৭১ এর মতো সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে বেলা ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ করে দক্ষিন জেলা বিএনপি। এতে বক্তব্য রাখেন দক্ষিন জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, সাধারন সম্পাদক আবুল কালাম শাহিনসহ অন্যান্যরা।