বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) জন্ম ও মৃত্যু নিবন্ধন অনলাইন কার্যক্রম বন্ধ রয়েছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কেন্দ্রীয় সার্ভারে উন্নয়ন কাজের জন্য এ কার্যক্রম বন্ধ রয়েছে।
ফলে বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ কোনো ধরনের নিবন্ধ ফরমও জমা নিচ্ছে না।
বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে কেন্দ্রীয় সার্ভার চালু না হওয়া পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে। আর কেন্দ্রীয় সার্ভার চালু হলে বিষয়টি পরবর্তীতে জনসাধারণকে জানিয়ে দেওয়া হবে।
সাময়িক এ অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।