বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ নগরীর কাউনিয়া বিসিক শিল্প নগরীর সোহাগকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। বুধবার বিসিক শিল্প নগরীতে ফরচুন সুজ কোম্পানীর শ্রমিকরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এতে বিক্ষোভে ফেটে পড়ে আওয়ামীলীগের নেতা কর্মীরা। থানা ঘেড়াও করে ব্যাপক বিক্ষোভ করে। বন্ধ করে দেয়া হয় বরিশালের সাথে সকল যোগযোগ। শেষ পর্যন্ত পুলিশ তাকে ছেড়ে দেয়। এরপর সোহাগ থানায় বসেই পাল্টা মামলা করে ।মামলার আসামী করা হয় ফরচুর সুজের মালিক মিজানুর রহমান ও তার দুই ভাইকে। বিক্ষোভকারী আওয়ামীলীগ নেতা কর্মীরা দাবি করেন তাদের নেতা সোহাগকে ব্যাপক মারধোর ও হত্যা চেষ্টা করা হয়।
ফরচুর সুজ কতৃপক্ষ জানায়, সোহাগ প্রায়শই তাদের কারখানায় ফুকে নারি শ্রমিকদের উত্তক্ত করত। বুধবার সকালেও সে একই ঘটনায় ঘটায়। এসময় কারখানার মালিক কারখানায় উপস্থিত ছিলেন। তিনি পুলিশ ডেকে সোহাগকে তাদের হাতে তুলে দেন। তবে অভিযোগ রয়েছে এসময় শ্রমিকরা সোহাগকে মারধোর করে।
সোহাগকে আটকের খবর ছড়িয়ে পড়লে নগরী জুরে তান্ডব শুরু হয়। থানা ঘেড়াও করে কয়েক হাজার নেতা কর্মী। বন্ধ করে দেয়া হয় সড়ক মহা সড়ক। জানা গেছে এরপর সোহাগকে ছেড়ে দেয় পুলিশ। ছেড়ে দেয়ার পর সোহাগ মামলা করার উদ্যোগ নিলে পুলিশ প্রথমে মামলা নিতে অস্বিকার করে।। আবার নেতা কর্মীরা বিক্ষোভ শুরু করলে মামলাটি গ্রহন করা হয়।
্
হামলার শিকার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার বলেন মিজান তাকে হত্যার উদ্দেশ্যে ফরচুন সুজ এর অভ্যন্তরে নিয়ে যায়। সেখানে তার দুই ভাই শফিক ও রবিউল তাকে ব্যাপক মারধর করেন। মিজান তার ব্যবহৃত শটগান দিয়ে তাকে বেধড়ক পেটায়। এরপর তার অন্ডকোষ চেপে ধরে হত্যার উদ্দেশ্যে। তার চিৎকারে ওই প্রতিষ্ঠানের শ্রমিকদের সহায়তায় তিনি মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। এরপরে বুধবার দুপুরে তিনি মামলা দায়ের করার জন্য কাউনিয়া থানা পুলিশের কাছে অভিযোগ দিলে পুলিশ মামলা নিতে অস্বীকার জানায়। পরে মহানগর আওয়ামী লীগকে তিনি বিষয়টি অবহিত করেন।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্যানেল মেয়র গাজি নজমুল ইসলাম লিটন বলেন, সোহাগের সাথে মিজানের ব্যবসায়িক সম্পর্ক ছিল। মিজান সোহাগের পাওনা টাকা দিতে অস্বীকৃতি জানায়। টাকা চাইতে গেলে তাকে বিভিন্ন সময়ে ভয়-ভীতি দেখাতো। সোহাগ আমাদের বিষয়টি অবহিত করেছিল। কিš‘ গতকাল মিজান সোহাগকে তার মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান ফরচুন সুজ এর অভ্যন্তরে নিয়ে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করেন। ওই ঘটনায় সোহাগ কাউনিয়া থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ বিভিন্ন তালবাহানা শুরু করে। বিষয়টি জানতে পেরে আমরা মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী কাউনিয়া থানার অব¯’ান নেই। পরে পুলিশ বাধ্য হয়ে মিজান ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ নেন।
আওয়ামীলীগ নেতা সোহাগ মামলার এজাহারে উল্লেখ করেন ব্যবসায়ী মিজানুর রহমান তার ব্যবসা প্রতিষ্ঠান ফরচুন সুজ এর মধ্যে আটকে রেখে ব্যবহৃত শটগান দিয়ে তাকে হত্যার চেষ্টা করেন। পরে ওই কারখানার শ্রমিক ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
কাউনিয়া থানায় আওয়ামী লীগ নেতা সোহাগ হাওলাদারের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায় ব্যবসায়ী মিজানুর রহমানের মালিকানাধীন ফরচুন সুজ কোম্পানি এর সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন সোহাগ হাওলাদার। তবে ওই ব্যবসায়ী ফরচুন সুজ এর কাছে তিনি অনেক টাকা পাওনাদার ছিলেন। পাওনা টাকা চাইতে গেলে মিজান তাকে বিভিন্ন সময়ের হুমকি দিতেন। বুধবার সকালে মিজানের মালিকানাধীন ফরচুন সুজ এর সামনে বসে শেরপারা টাকা চায় সোহাগ। তখন মিজান তার ভাই শফিক রবিউল সোহাগকে জোরপূর্বক ধরে নিয়ে যায় তার মালিকানাধীন কোম্পানির অভ্যন্তরে। সেখানে নিয়ে গিয়ে তাকে প্রথমে শারীরিক নির্যাতন করেন। এরপর তার অ-কোষে আঘাত করেন। পরে ব্যক্তিগত শটগানের দিয়ে তাকে আঘাত করে মিজান। সোহাগের ডাকচিৎকার ওই কোম্পানির শ্রমিকরা ভিড় জমাল ¯’ানীয় পুলিশ ফোর্স এর অভ্যন্তরে অব¯’ান নেয়। বিষয়টি জানাজানি হলে পুলিশ সোহাগকে উদ্ধার করে কারো নিয়ে থানায় নিয়ে আসেন।
তবে ফরচুন সুজ লিমিটেডের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, সোহাগ তার প্রতিষ্ঠানের দুই নারী কর্মীকে ইভটিজিং করেছিল। তিনি এর প্রতিবাদ করেছেন। এর বাইরে কোনো ঘটনা ঘটেনি।
কাউনিয়া থানার ওসি আজিজুল করিম বলেন, আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগে ব্যবসায়ী নেতা মিজানুর রহমান ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। তবে মামলার না নেয়ার বিষয়ে জানতে চাইলে আজিমুল করিম বলেন এ রকম কোন ঘটনা ঘটেনি প্রাথমিক তদন্তে সময় প্রয়োজন ছিল। তবে কিছু উৎসুক লোকজন আর জানার জন্য থানায় ভিড় জমিয়েছে।
সোহাগ বাদি হয়ে বিসিক ব্যবসায়ী সমিতির সভাপতি ও ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ও তার দুই ভাই মোহাম্মদ শফিক ও রবিউল কে আসামী করে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।