বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২৬ জানুয়ারি ।। কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দীপ্তকে (২৪) কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ছাত্রলীগের অভ্যান্তরীন কোন্দল ও পৌর নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যার পরে কুমার পট্টির ব্রিজের উপরে দীপ্তকে কোপানো হয়। প্রতিপক্ষগ্রুপ দীপ্তকে কুপিয়ে জখম করে বলে জানা গেছে। দীপ্তকে প্রথমে কলাপাড়া হাসপাতালে নেয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দীপ্ত কলাপাড়া পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথর্ী দিদার উদ্দিন আহমেদ এর সমর্থক বলে দাবি করা হয়েছে। কলপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।