বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরগুনা ও পাথরঘাটা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভা দুটিতে ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়।
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দীলিপ কুমার হাওলাদার জানান, বরগুনা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কামরুল আহসান মহারাজ ও পাথরঘাটা পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন আকন জয়ী হয়েছেন।