বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বিনম্র শ্রদ্ধায় বিজয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করলো বরিশাল নগরবাসী।
দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধা জানায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী, ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান প্রমুখ। জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হয়েছে কুজকাওয়াজ। এছাড়া দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করেছে।