বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ভোলা শহরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিক্সায় মুখোমুখি সংঘর্ষে কবির নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা আলীনগর বিশ্বরোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কবিরের পিতা আবদুল বারেক ভোলা সদর উপজেলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা ও গাড়ির শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ জানায়, বাসটি যাত্রী নিয়ে ভোলার দক্ষিণ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে ভেদুরিয়া ঘাটে যাওয়ার প্রাক্কালে এই দুর্ঘটনা ঘটে।