বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ১৪ ফেব্রুয়ারি।।
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে বেসরকারী ভাবে মেয়র মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৩ হাজার ৬৫৯ ভোট । তার নিকট তম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম ব্যাপারী জগ প্রতীকে পেয়ছেন ৩ হাজার ২০৫ ভোট। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে হাজী হুমায়ূন সিকদার পেয়েছেন ১৬০১। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পাখা প্রতীকে মো: সেলিম মিয়া পেয়েছেন ৬৬৯ ভোট। নির্বাচনে প্রশাসনের কঠোর নিরাত্তায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।