বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য ও বরিশালের আজকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মুরাদ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে শেবাচিম হাসপাতালে তার মৃত্যু হয়। মুরাদ হোসেন স্ত্রী ২ পুত্র সন্তানসহ অসংথ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বরিশাল মিডিয়া পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। বিকাল তিনটার দিকে হঠাৎ মুরাদ হোসেন বুকে ব্যাথা অনুভব করেন। কয়েক মিনিট পরপরই তিন অজ্ঞান হয়ে পড়েন। নিকট আত্মিয়স্বজন ও সহকর্মীরা সংবাদ পেয়ে ছটে এসে তাকে শেবাচিম হাচপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুরাদ হোসেনের মৃত্যুতে গভীয় শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বরিশাল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদের বিভাগীয় সভাপতি জিয়া শাহীন, সম্পাদক ঈছা তালকদারসহ সকল নেতৃবৃন্দ। আরও শোক জানিয়েছেন সাংবাদিক সমন্বয় পরিষদ বরিশাল এর সভাপতি এম. জহির, সম্পাদক মোঃ শাহ জালালসহ সকল সদস্যবৃন্দ।