বরিশালে ছাত্রলীগ পরিচয়ে প্রকাশ্যে শোরুমে লুট ॥ আটক ৫ - The Barisal

বরিশালে ছাত্রলীগ পরিচয়ে প্রকাশ্যে শোরুমে লুট ॥ আটক ৫

  • আপডেট টাইম : মার্চ ০৭ ২০২১, ০৮:৪৪
  • 826 বার পঠিত
বরিশালে ছাত্রলীগ পরিচয়ে প্রকাশ্যে শোরুমে লুট ॥ আটক ৫
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর বিবিরপুর পাড় টপ টেন শোরুমে মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের পরিচয়ে প্রকাশ্যে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এসময় তাদেরকে বাঁধা দিতে গেলে শোরুমের একাধিক কর্মচারীকে মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে পালানোর সময় ৫ জনকে হাতেনাতে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। তবে আটককৃতরা ছাত্রলেিগর কেউ নন, ক্রেতা বলে দাবি করেছেন।
রোববার (৭ মার্চ) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে- রোববার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে নগরীর প্রান কেন্দ্র বিবিরপুর পাড়ে সদ্য উদ্বোধন করা টপ টেন শোরুমের কর্মচারীরা বেচাকেনায় ব্যস্ত সময় পাড় করছিলেন। অচমকা ৫০- ৬০ জনের একটি দল শোরুমে প্রবেশ করে বিভিন্ন রুমে ঢুকে জামা কাপড় দেখতে চায় এসময় তারা শোরুমের মধ্যে হট্রগোল শুরু করে। এরা নিজেদের ছাত্রলীগ সভাপতি জসিমের লোক বলে পরিচয় দেয়। হাঙ্গামাকারীরা জামা-কাপড়, জুতা, ঘড়িসহ যে যার মতো করে হাতে নিয়ে দৌড় দেয়। এসময় তাদেরকে বাঁধা দিতে গেলে শোরুমের একাধিক কর্মচারীকে মারধর করা হয়। এরপর শোরুম কর্তৃপক্ষ ৯৯৯ এ কল করলে পরিস্থিতি বেগতিক দেখে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে ৫ জনকে হাতেনাতে আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশে সোপর্দ করেছে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

সুপারশপের হিসাবরক্ষক জসিমউদ্দিন জানান, সন্ধ্যা ৬টার দিকে ৩০-৩৫ জন যুবক একসঙ্গে ভেতরে প্রবেশ করে। চলন বলনে স্মাট ওই যুবকদের বয়স ২৫ থেকে ৩০এর মধ্যে। তারা কেনাকাটার অজুহাতে জুতা, পোশাক, প্রশাসধনিসহ অন্যান্য পণ্যগুলো দেখে তাদের সঙ্গে আনা ব্যাগে ভরতে থাকে। জসিম উদ্দিন বলেন, আগত ওই যুবকদের প্রতিষ্ঠানের নিয়ম মেনে পণ্যর বিল প্রস্তুত করার জন্য বলা হয়। তবে যুবকরা নিজেদেরকে ছাত্রলীগ নেতা জসিম ও সোহাগের পরিচয় দিয়ে বলে ‘তারা আমাদের কেনাকাটা করতে পাঠিয়েছে’। যুবকদের চলাফেরা অস্বাভাবিক মনে হওয়ায় সুপারশপের বিক্রয় কর্মীরা প্রতিষ্ঠানটির প্রধান ফটক আটকে দেয়। এক পর্যায়ে যুবকদের সঙ্গে প্রতিষ্ঠানের বিক্রয় কর্মীদের হাতাহাতি শুরু হয়ে যায়। যুবকরা কমান্ডো ষ্টাইলে গ্লাস ভেঙ্গে পালিয়ে যেতে শুরু করে। এতে ওই এলাকায় আতংক ছড়িয়ে পরে। মানুষজন ছোটাছোটি করতে থাকে।
প্রতিষ্ঠানটির প্রধান ফটকের নিরাপত্তাকর্মী মো. সাগর বলেন, একসঙ্গে ৩০-৩৫ যুবকের ঢুকে পড়ার সময় বিষয়টি অস্বাভাবিক লাগছিল। ভেতরে হট্রগোল শুরু হলে প্রধান ফটক আটকে দেয়া হয়। এসময় তারা গ্লাস ভেঙ্গে কমান্ডো ষ্টাইলে বেরিয়ে যায়। পুরো ঘটনা ঘটেছে মাত্র ১০-১২ মিনিটের মধ্যে।

তাৎক্ষনিক আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি। এদিকে আটককৃতরা উপস্থিত সংবাদকর্মীদের জানান, আমরা এই লুটপাটের ঘটনার সাথে নয়। কারা এমন করেছে তাও জানিনা। আমরা কেনাকাটার জন্য এখানে এসেছিলাম। উল্টো আমাদের মারধর নগদ টাকা, মোবাইল ফোন নিয়ে গেছে শোরুমের লোকজন। আমরা এর সুষ্ঠু বিচারের দাবী জানাই।’
এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, কে বা কারা এ কাজ করেছে আমি জানি না।’
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই মেহেদী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আটক করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট