বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
উন্নয়নসহ সামাজিক নিরাপত্তা রক্ষায় সকলের আন্তরিকতা আবশ্যক- বরিশাল বিভাগীয় কমিশনার
পটুয়াখালী প্রতিনিধিঃ বরিশাল বিভাগীয় কমিশানার অতিরিক্ত সচিব মোঃ হাসান বাদল বলেছেন, বর্তমান সরকারের সকল উন্নয়ন কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা রক্ষায় সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসা অপরিহার্য্য। সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনায় ও পরিচালনায় দেশ এখন অনেক অগ্রসর হয়েছে। মানুষের জীবনমানের অনেক উন্নয়ন ঘটছে, আরও উন্নয়ন হচ্ছে।
সারাদেশের ন্যায় পটুয়াখালী জেলাসহ দক্ষিনাঞ্চলের উন্নয়নে অনেক মেগা প্রকল্প চলমান আছে। এ সব উন্নয়ন কার্যক্রম
সফল বাস্তবায়নে আমাদের সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে সকলকে আন্তরিক হতে হবে।
তিনি গতকাল (রবিবার) সকাল ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারী কর্মকর্ত-কর্মচারী, স্থানয়ি জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে এ কথা বলেন।
জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসোইন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, সাংবাদিক মুজাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।
পরে তিনি সদর উপজেলা নির্বাহী কার্যালয়, জমি নেই, ঘর নেই প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন করেন।