বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া শিশুর সন্ধান মেলেনি - The Barisal

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া শিশুর সন্ধান মেলেনি

  • আপডেট টাইম : মার্চ ১৮ ২০২১, ০৭:০০
  • 776 বার পঠিত
বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া শিশুর সন্ধান মেলেনি
সংবাদটি শেয়ার করুন....

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের কালিরবাজারে সন্ধ্যানদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া পঞ্চম শ্রেণীর ছাত্রী সুমি (১২)’র খোঁজ এখনও মেলেনি। নদীর তীরে অপেক্ষমান স্বজনদের আহাজারীতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

বুধবার (১৭ মার্চ) দুপর ১টার দিকে সুমিসহ দুই শিশু নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় ঢেউয়ের তোড়ে পড়ে। এসময় শিশু নয়ন মন্ডলকে (৮) স্থানীয়রা জীবিত উদ্ধার করতে পারলেও সুমি পানিতে ডুবে যায়। বানারীপাড়া ওই শিশুর ডুবে যাওয়ার খবর পেয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় পুলিশ টিমকে ঘটনাস্থলে পাঠান, তবে নদীতে জোয়ার থাকা এবং ভাঙন কবলিত ওই স্থানে পানির গভীরতা ও স্রোত বেশী থাকায় বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরী টিম ওই দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও শিশুটিকে খুঁজে পায়নি।
ওই এলাকার বাসিন্দা ও চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার ১৮ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫টায় জানান, বুধবার দুপুর ১টার দিকে নদীতে গোসল করতে নেমে ওই শিশু ডুবে যাওয়ার পরে ওই দিন সন্ধ্যা পর্যন্ত ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ডুবুরিরা চেষ্টা চালিয়েও তার কোন সন্ধান পায়নি। ডুবে যাওয়া সুমির বাবার নাম সুমন তালুকদার। উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে তাদের বাড়ি হলেও তারা সপরিবারে ঢাকায় বসবাস করে। সুমি নানাবাড়ি বেড়াতে এসে বাড়ি সংলগ্ন কালিবাজার সন্ধ্যা নদীতে গোসল করতে নামলে এই দূর্ঘটনা ঘটে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট