বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালের হিজলায় যাত্রীবাহি এম ভি রাজহংস-১০ লঞ্চ থেকে বিপুল পরিমান জাটকা ইলিশ ও পোয়া মাছ জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (২০ মার্চ) রাত ৯ টার দিকে হিজলা কোস্টগার্ড এর বিসিজি স্টেশান টিম হিজলা থানার দুর্গাপুর লঞ্চ ঘাট থেকে এম ভি রাজহংস-১০ লঞ্চ থেকে অভিযান চালিয়ে প্রায় ১৮ মণ জাটকা ইলিশ, পোয়া মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেন।
বিষয়টি নিশ্চিত করেন হিজলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার মোঃ মাহাবুব আলম।
হিজলা কোস্টগার্ড সূত্রে জানাযায়, গোপন সংবাদে ভিক্তিতে রাত ৯ টার সময় হিজলা কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিম হিজলা উপজেলার দুর্গাপুর লঞ্চ ঘাটে এম ভি রাজহংস-১০ যাত্রীবাহি লঞ্চে অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের সদস্যরা লঞ্চ থেকে ১৮ মণ জাটকা ইলিশ, পোয়া মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
পরবর্তীতে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল হালিম ও কোস্টগার্ড স্টেশন কমান্ডার মোঃ মাহাবুব আলম’র উপস্থিতে জব্দকৃত ঝাটকা ইলিশ মাছ গুলো বিভিন্ন এতিমখানা ও গরীব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।