বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
All-focus
পটুয়াখালী প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা পুলিশ কর্তৃক দেশের শ্রেষ্ঠ সন্তান পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত।
গতকাল ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী পুলিশ লাইন্স মিলনায়তনে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান পিপিএম। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এ.কে ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আঃ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত সাব ইন্সেপেক্টর মোঃ গোলাম সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত সহকারী ইন্সেপেক্টর খন্দকার আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত সহকারী ইন্সেপেক্টর মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। এ সময় পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার আহমেদ আলী, সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, সদর থানার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, টিএসআই মোঃ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন থানার ইনচার্জবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানেরশুরুতে পুলিশ মুক্তিযোদ্ধারকে রজনীগন্ধা ফুলের স্টিকার দিয়ে বরন করেন পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান পিপিএম। অনুষ্ঠানের শেষে ৪৯ জন পুলিশ মুক্তিযোদ্ধার হাতে উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার। #