বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রধানমস্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি বিকৃত করে ফেসবুকে প্রচার করার অভিযোগে মিজানুর রহমান সিকদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ইদিলকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন স্বরূপকাঠি থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন।
মিজানুর আরামকাঠী গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে।
গতকাল রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে শুক্রবার সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
ওসি আবীর বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে মিজানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।