বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে সাব্বির হোসেন (৭) নামে এক শিশুর মারা গেছেন । বুধবার বেলা ১১ টার দিকে কালাইয়া ইউপির কালাইয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মৃত সাব্বির ওই গ্রামের মোঃ শামীম আকনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির ও সাকিবুল দুই ভাই এক সাথে ঘরের দক্ষিণ পাশের পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে বড় ভাই সাব্বির পুকুরে পড়ে যায়। ছোট ভাই সাকিবুল এ খবর তাঁর বাবাকে জানায়।
এরপর ওই পুকুরে খোঁজাখুঁজির পরে সাব্বিরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।