বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী সারাহ বেগম কবরী। গত ৫ এপ্রিল তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন।
নূর উদ্দিন বলেন, ‘উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করতে দেন ম্যাডাম। রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর ওনাকে হাসপাতালে নেওয়া হয়। সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন।’
১৯৬৪ সালে ‘সুতারাং’ ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান কবরী। ছবিটি পরিচালনা করেন সুভাষ দত্ত। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অনেক কালজয়ী সিনেমা উপহার দেন অভিনেত্রী সারাহ বেগম কবরী।