বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ভোলায় করোনায় আক্রান্ত হয়ে মো. হুমায়ুন কবির (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত হুমায়ুন কবির ভোলা শহরের উকিল পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ১৪ জনের। সোমবার সকালে ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভোলায় ৯৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৩২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১৯ জন ভোলা সদর, ২ জন দৌলতখান, ৬ জন বোরহানউদ্দিন, ৩ জন লালমোহন, এক জন চরফ্যাশন ও এক জন তজুমদ্দিন উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৮৯ জনে দাঁড়িয়েছে।
সোমবার সকালে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।