বরিশালে বসছে দুই শতাধিক সিসি ক্যামেরা - The Barisal

বরিশালে বসছে দুই শতাধিক সিসি ক্যামেরা

  • আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২১, ০৪:২৭
  • 682 বার পঠিত
বরিশালে বসছে দুই শতাধিক সিসি ক্যামেরা
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আওতাধীন এলাকার অপরাধ দমন, নগরজুড়ে অপরাধীদের চিহ্নিত করার পাশাপাশি ‘মিছিল-মিটিং, সভা সমাবেশের মাধ্যমে অরাজগ তাসৃষ্টিকারীদের শনাক্তে’ দুই শতাধিক সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হ‌চ্ছে।রোববার নগরীর প্রাণকেন্দ্র সদররোড, গীর্জমহল্লা ও চকবাজারসহ বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরাগুলো স্থাপনকাজ শুরু হয়। পর্যায়ক্রমে বিএমপির আওতাধীন চারটি থানার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, আধুনিক বিশ্বে আজকাল অনেক ঘটনাই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে। ক্যামেরাগুলো স্থাপন করার কাজ সম্পূর্ণ হলে নগরীর ভেতর আপরাধ দমন ও নিয়ন্ত্রণে কাজ করবে।

তিনি বলেন, ক্যামেরার মনিটরিংয়ের মাধ্যমে বিভিন্ন চিহ্নিত অপরাধীদের শনাক্ত করা ও যে কোনো অপরাধকারীদের চিহ্নিত করতে সিসি ক্যামেরা আইনশৃঙ্খলা বাহিনীর কাজে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া নগরীতে মিছিল-মিটিং ও সভা সমাবেশের নামে বিশৃঙ্খলাকারী অরজগতা সৃষ্টি করা ব্যক্তিদেরকে সহজেই চিহ্নিত করতে সুবিধা হবে।

বিএমপি কমিশনার আরও বলেন, এই সিসি ক্যামেরা স্থাপনকাজ শেষ হলে অনেক অপরাধীর ভেতর আতঙ্ক কাজ করবে। যারা বুঝে যাবে সিসি ক্যামেরার মাধ্যমে প্রশাসনের সদস্যরা তাদের সহজেই খুজে বের করে ফেলবে। সেক্ষেত্রে তাদের মনের ভেতর অনেকটাই দুর্বলতা কাজ করবে এবং তারা অপরাধ থেকেও সরে আসবে। এ ক্ষেত্রে অপরাধও কমে আসবে। বাংলাদেশ জার্নাল

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট