বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
লকডাউনের মধ্যে প্রাইভেটকারে ম্যাজিস্ট্রেট ও সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে মহাসড়ক দিয়ে যাত্রী পরিবহনের দায়ে যাত্রীসহ গাড়ি ও চালককে আটক করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে থানার সামনে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। বৃহস্পতিবার দুপুরে বরিশাল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দেওয়া হয়। গাড়িটি থামানোর পর গাড়ির সামনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পিছনে ডাক বিভাগের স্টিকার এবং গাড়ির ভিতরে অনেক যাত্রী দেখা যায়। এসময় চালককে জিজ্ঞাসা করলে সে (চালক) অসংলগ্ন কথা বলেন। এসময় গাড়ি ও চালক তাজুল ইসলাম আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয় এবং উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিপিন চন্দ্র বিশ্বাস চালক তাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় চালকের কাছ থেকে মুচলেকা রেখে মানবিক কারণে তাকে ছেড়ে দেওয়া হয়।