বরিশাল ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক পদ থেকে হাফিজুর রহমান রুমি নামে এক নেতাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। তবে বিস্তারিত কিছু বলতে রাজি হননি এই নেতা।
হাফিজুর রহমান রুমি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের অনুসারী বলে জানা গেছে।
এতে রুমি ও জোবায়েরসহ বেশ কয়েকজন আহত হয়। পরে রুমির সমর্থকরা ইউনিভার্সিটির ভেতরে প্রবেশ করে ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া যায়। পুলিশ এসে উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হলে পরে ঘটনাস্থলে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। এসময় তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার নির্দেশ দেন।