বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় আটককৃত রেজাউল করিম আকন্দকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রেজাউলকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার রাতে তাকে আটক করে বাবুগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়।
রেজাউল গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের মৃত জলিল আকন্দের ছেলে। বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়নের রহিমগঞ্জ বাজারে তার ফার্মেসির ব্যবসা রয়েছে।
বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, ফেসবুকে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি করায় স্থানীয়রা ওই ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মাহফুজুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।