বরগুনায় অপহৃত স্কুলছাত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার - The Barisal

বরগুনায় অপহৃত স্কুলছাত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

  • আপডেট টাইম : মে ০৪ ২০২১, ০৭:৫৪
  • 742 বার পঠিত
বরগুনায় অপহৃত স্কুলছাত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

বরগুনায় অপহরণের ২০ ঘণ্টা পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৪ মে) বেলা আড়াইটার দিকে ওই শিক্ষার্থীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, এর আগে সোমবার (৩ মে) সন্ধ্যায় বাড়ির সামনে থেকে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। আর মঙ্গলবার (৪ মে) সকালে অপহরণকারীরা ক্ষুদেবার্তা পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
অপহরণের শিকার ওই শিক্ষার্থীর নাম খাদিজা। তার বাড়ি বরগুনার সদর উপজেলায়। তার বাবা একজন প্রবাসী। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন।

শিক্ষার্থীর মা সাংবাদিকদের জানান, সোমবার শেষ বিকেলে খাদিজা বাড়ির সামনে দাঁড়ানো ছিল। সন্ধ্যার পর ঘরে না ফেরায় মেয়েকে খুঁজতে শুরু করেন। না পেয়ে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নেন। রাতভর খুঁজেও কোনো সন্ধান না পাওয়ায় মঙ্গলবার সকালে বরগুনা সদর থানায় বিষয়টি জানানো হয়।

খাদিজার বড় ভাই রাজিব সাংবাদিকদের বলেন, ‘সকাল ৯টার দিকে ০১৭২৪০৯৭৪৫৩ নম্বর থেকে আমার মোবাইলে ক্ষুদেবার্তায় জানানো হয়, বোন খাদিজাকে অপহরণ করা হয়েছে। তাকে মুক্ত করতে হলে তিন লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে খাদিজাকে মেরে ফেলা হবে।’

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বরগুনা সদর সার্কেলের এসপি মেহেদী হাসানের নেতৃত্বে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। দুুপর আড়াইটার দিকে অভিযান চালিয়ে স্কুলছাত্রীর বাড়ির পাশের একটি খালি ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, মেয়েটি অসুস্থ। বর্তমানে সদর জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে। সে সুস্থ হওয়ার পর অপহরণকারীদের ব্যাপারে কোনো তথ্য জানা যেতে পারে। তবে আপাতত আমরা তার চিকিৎসার ব্যবস্থা করছি। এবং এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার সাবেক ইউপি সদস্য ফারুক হোসেনের ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদও চলছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট