বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ভোলার চরফ্যাসনের শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে বজ্রপাতে কৃষক আবদুল হালিমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট এলাকায় মৃত্যুর ঘটনা ঘটেছে।
রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কৃষক হালিম ওই গ্রামের রুস্তুম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, কৃষক হালিম তার বাড়ি সংলগ্ন ধানক্ষেতে আবাদি জমির ধান কাটতে ছিলেন। এসময় হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের তিনি গুরুতর আহত হলে স্বজনরা উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’