বরিশাল ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
গলাচিপায় বৃহস্পতিবার (৬ মে) দুপুরে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি গ্রামের ছোবাহান আকনের ছেলে মনির আকন (৩৫) এবং পানপট্টি ইউনিয়নের উত্তর পানপট্টি গ্রামের শাহজাদা তালুকদারের ছেলে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মুস্তাফিজুর রহমান (১৪)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১২ টার দিকে বজ্রপাতসহ বৃষ্টি হলে ছোট চৌদ্দকানি গ্রামে বাড়ির পাশে সড়কে গরু আনতে গেলে মনির আকন ও একই সময়ে উত্তর পানপট্টি গ্রামে বিলের মাঝে ডাল তুলতে গেলে বজ্রপাতে মুস্তাফিজুর রহমানের মৃত্যু হয়।
দু’জনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. জেবিন মৃত ঘোষণা করেন।