বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
হেফাজতের তাণ্ডবের ঘটনার দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি এএমএম নাজমুল আহমেদকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তর থেকে এক আদেশে তাকে বদলি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রহিছ উদ্দিন।
হেফাজতের তাণ্ডবের ঘটনায় এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী, সদর মডেল থানার ওসি আব্দুর রহিম ও খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি গাজী শাখাওয়াত হোসেনকে বদলি করা হয়।
উল্লেখ্য, ঢাকা ও চট্টগ্রামে মাদ্রাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬-২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা।
এ সময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়সহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে তারা। এ ঘটনায় নিহত হন ১২ জন।
পরে এসব ঘটনায় ৫৬টি মামলা হয়।এরমধ্যে এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয়সহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে।