সাংবাদিক রোজিনার ওপর হামলা ও মামলার প্রতিবাদে বরিশালে সাংবাদিকদের বিক্ষোভ - The Barisal

সাংবাদিক রোজিনার ওপর হামলা ও মামলার প্রতিবাদে বরিশালে সাংবাদিকদের বিক্ষোভ

  • আপডেট টাইম : মে ১৮ ২০২১, ০৭:০২
  • 684 বার পঠিত
সাংবাদিক রোজিনার ওপর হামলা ও মামলার  প্রতিবাদে বরিশালে সাংবাদিকদের বিক্ষোভ
সংবাদটি শেয়ার করুন....

দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে নির্যাতন ও মামলা দিয়ে পুলিশে দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বরিশালের সাংবাদিকেরা। সাংবাদিক নির্যাতনে জড়িতের বিচার করাসহ রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মঙ্গলবার নগরীতে এক প্রতিবাদ বিক্ষোভ হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন একত্মতা প্রকাশ করে অংশ নেয়। বেলা সোয়া ১২টার দিকে শতাধিক সাংবাদিকের বিক্ষোভ মিছিলটি অশ্বিনী কুমার হলের সামনে সদর রোড হয়ে বিবির পুকুরপাড় হয়ে রিপোর্টার্স ইউনিটির সামনে গিয়ে শেষ হয়।

এর পূর্বে রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক নজরুল বিশ্বাসের সভাপতিত্বে অশ্বিনী কুমার হলের সম্মুখে ঘণ্টাব্যাপি মানবন্ধন করে সাংবাদিকেরা। এতে সংহতি প্রকাশ করে সাংবাদিকদের একাধিক সংগঠন। এখানে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, বর্তমান সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার এবং দৈনিক প্রথম আলো পত্রিকার বরিশাল অফিস প্রধান এম. জসীম উদ্দিন প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দ রোজিনার ওপর এই হামলা ও মামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। এবং নারী সাংবাদিককে দ্রুত মুক্তি দেওয়ার দাবি রাখেন। এসময় সাংবাদিকেরা হুঁশিয়ারি উচ্চরণ করে বলেন, স্বল্পসময়ের মধ্যে রোজিনাকে মুক্তি না দিলে সাংবাদিক সমাজ দাবি আদায়ে আন্দোলন ঘোষণা দিয়ে মাঠে নামবে, যা বরিশাল থেকেই শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়।
এদিকে প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে নির্যাতন ও মামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ‘নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশাল। সংগঠনটির সভাপতি হাসিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক খন্দকার রাকিব মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে সাংবাদিক নেতৃত্ব রোজিনার ওপর হামলা ও মামলায় জড়িতদের বিচারের আওতায় আনাসহ শাস্তির দাবি রাখেন। এবং আলোচিত নারী সাংবাদিককে শিগগিরই মুক্তি দাবি জানিয়েছেন।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট