বরিশাল ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি/ পটুয়াখালীর কলাপাড়ায় মাস্ক পরিধান না করায় অপরাধে ৩৫ জন পথচারিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে পৌর শহরের এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল। স্বাস্থ্যবিধি নামেনে ওইসব পথচারিরা মাস্ক পরিধান না করে অবাধে ঘেরাফেরার দায়ে প্রত্যেকে ৫০ টাকা করে জরিমানা করা হয়। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথসহ কলাপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল বলেন, মাস্ক পরিধান না করায় ৩৫ জনকে ১৭৫০ অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।