বরিশাল রামকৃষ্ণ মিশনের পুকুরে ডুবে পুরোহিতের মৃত্যু - The Barisal

বরিশাল রামকৃষ্ণ মিশনের পুকুরে ডুবে পুরোহিতের মৃত্যু

  • আপডেট টাইম : মে ২৭ ২০২১, ০৬:৩৩
  • 693 বার পঠিত
বরিশাল রামকৃষ্ণ মিশনের পুকুরে ডুবে পুরোহিতের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল নগরীর রামকৃষ্ণ মিশনের পুকুরে ডুবে বিপ্রব্রত বসুর (৫৮) নামের এক পুরোহিত মারা গেছেন। গতকাল বুধবার (২৬ মে) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।

মিশনের শিক্ষার্থীরা জানান, পুরোহিত বিপ্রব্রত বসু বিকেলে মন্দিরের দক্ষিণ দিকের পুকুরে যান। এরপর পুকুরে পড়ে যান তিনি। এ সময় দূর থেকে দুই শিশু এ ঘটনা দেখে চিৎকার করে। পরে মিশনের লোকজন পুকুরে নেমে বিপ্রব্রত বসুকে খুঁজতে থাকেন। কিন্তু পাওয়া যাচ্ছিল না তাঁকে।

পুরোহিত বিপ্রব্রত বসু সাঁতার জানলেও তাঁর হৃদরোগ ও শ্বাসকষ্ট ছিল। এ কারণে পানিতে পড়ে জ্ঞান হারিয়ে তিনি তলিয়ে যান ব‌লে ধারণা করা হ‌চ্ছে। পরে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাঁর মরদেহ উদ্ধার করেন।

বরিশাল রিভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শারাফত আলী তুহিন জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাঁর নেতৃত্বে একদল ডুবুরি দ্রুত ঘটনাস্থলে আসে। পুকুরটি অনেক বড় ও গভীর ছিল। রিভার ফায়ার স্টেশনের ডুবুরি মোহাম্মদ নাসির হোসেন ও মো. রাব্বি শেখ প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে পুরোহিত বিপ্রব্রত বসুর মরদেহ উদ্ধার করেন। পরে মিশনের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট