বরিশাল ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় মো.আজিজুর রহমান মুকুল নামে এক ব্যবসায়ীর চোখে মরিচের গুড়া ছিটিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বত্তরা।
শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার চরচাপলী বাজারে এ ঘটনা ঘটে।
প্রমোশনাল খবর
জানা গেছে- মুকুল শুক্রবার রাত ১০ টার দিকে চরচাপলী বাজারের দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিল। ওঁৎ পেতে ৩/৪ জনের একদল দুর্বৃত্তরা তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয়। এসময় তার সাথে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান জানান, তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’’