বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ শনিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহেল রানা বরিশালটাইমসকে জানান, বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেঘনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন।
পুলিশ ধারণা করছে, ২/৩ দিন এর আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার মরদেহে পচন ধরেছে। মরদেহের পরনে শার্ট ও লুঙ্গি ছিল। তবে তার দেহে কোনো আঘাতের চিহ্ন নেই।
পরিদর্শক সোহেল রানার অনুমান, কয়েক দিন আগে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেঘনা নদীতে নৌকাডুবি হয়েছিল। নৌকাডুবির পর চাঁদপুরের হাইমচর এলাকার এক জেলে নিখোঁজ রয়েছেন। মরদেহটি সেই নিখোঁজ জেলের বলে ধারণা করা হচ্ছে।
নিখোঁজ জেলের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এছাড়া মরদেহের পরিচয় শনাক্তে আশপাশের বিভিন্ন থানায় ছবি ও বেতার বার্তা পাঠানো হয়েছে।’